মেলবোর্ন: ভারতে আসা সব নাগরিককে উদ্দেশ্যে নগদের ওপর নির্ভর না করে এবার থেকে ই-পেমেন্ট করার পরামর্শ দিল অস্ট্রেলিয়া সরকার।
গতকাল এক নির্দেশিকা জারি করে সেদেশের বিদেশ দফতরের তরফে বলা হয়েছে, ভারত প্রশাসন পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছে। নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট ধীরে ধীরে বাজারে আসছে।
সেখানে আরও বলা হয়েছে, বর্তমানে এটিএম থেকে দৈনিক নগদ প্রত্যাহার করার ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৪,৫০০ টাকা (প্রায় ৯০ অস্ট্রেলীয় ডলার)। নগদের জন্য অনেক সময় এটিএমের লাইনে দাঁড়াতে হতে পারে।
এই প্রেক্ষিতে, দেশের নাগরিকদের উদ্দেশ্যে অস্ট্রেলীয় প্রশাসনের সতর্কবার্তা, এটিএমে বহুক্ষেত্রে টাকা না মিলতেও পারে, বা দীর্ঘ লাইন থাকতে পারে। উপরন্তু, বহু বিদেশি ব্যাঙ্কের কার্ড সেখানকার (ভারতের) এটিএমগুলিতে গৃহীত নাও হতে পারে।
সাধারণত, বিদেশিরা প্রতি সপ্তাহে সর্বাধিক পাঁচ হাজার টাকা (১০০ অস্ট্রেলীয় ডলার) পর্যন্ত মুদ্রা বিনিময় করতে পারেন। সবদিক মাথায় রেখে, অস্ট্রেলিয়া প্রশাসন স্বদেশীয়দের পরামর্শ দিয়েছে, এমতাবস্থায় ভারতে গেলে যথাসম্ভব ক্রেডিট কার্ড বা ই-পেমেন্টের ওপর জোর দিতে।
নির্দেশিকায় বলা হয়েছে, নগদ পাওয়ার ক্ষেত্রে যে অনিশ্চয়তা রয়েছে, তাতে করে এমনভাবে সফর পরিকল্পনা করুন যাতে নগদের ওপর নির্ভরশীল না হতে হয়। সেখানে যোগ করা হয়েছে যে, কিছু নাগরিক ভারত সফরে এসে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন যে, তাঁরা ১০০ (অস্ট্রেলীয়) ডলারের নোট ভাঙাতে পারেননি।