সিডনি: বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সমলিঙ্গ বিবাহ বিল পাশ হয়ে গেল অস্ট্রেলিয়ার পার্লামেন্টে। গত সপ্তাহেই পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে ৪৩-১২ ভোটে পাশ হয়ে গিয়েছিল এই বিল। আজ নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ১৪৬-৪ ভোটে পাশ হয়ে গেল বিলটি। ফলে সমলিঙ্গ বিয়ের ক্ষেত্রে আর কোনও আইনি বাধা থাকল না। শনিবার থেকেই সমলিঙ্গ বিয়ের নোটিস দেওয়া যাবে। একমাস পরে বিয়ে করা যাবে।
সরকার থেকে বিরোধীপক্ষ সবাই একযোগে এই ঐতিহাসিক বিল পাশ হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, ‘আজকের দিনটা সবার জন্যই দারুণ। অস্ট্রেলিয়ার সব নাগরিকই বলেছেন, এই বিল পাশ হওয়ার মধ্যে দিয়ে ন্যায়, ভালবাসা, শ্রদ্ধা প্রতিষ্ঠা হল। অস্ট্রেলিয়া এটা করে দেখাল।’
বিরোধী দল লেবার পার্টির নেতা বিল শর্টেন বলেছেন, ‘অবশেষে বিয়ের ক্ষেত্রে সমতা এল। এটা ভালবাসার সময়।’
এর আগে ২০টিরও বেশি দেশে সমলিঙ্গ বিবাহ আইনি স্বীকৃতি পেয়েছে। এবার অস্ট্রেলিয়াও একই পথে হাঁটল। গত মাসে সমলিঙ্গ বিবাহ নিয়ে স্বেচ্ছা ভোটের আয়োজন করা হয়েছিল। সেই ভোটে অংশগ্রহণ করেন ৮০ শতাংশ বৈধ ভোটার। ৬২ শতাংশ ভোটারই সমলিঙ্গ বিবাহকে সমর্থন করেন। এরপরেই পার্লামেন্টে পাশ হল বিল।
সমলিঙ্গ বিবাহে সিলমোহর অস্ট্রেলিয়ার পার্লামেন্টের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Dec 2017 07:46 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -