জাকার্তা: নিজে নিজে ক্যামেরার বোতাম টিপে একগাল হেসে সেলফি তুলেছিল সে। নারুতো নামে ইন্দোনেশিয়ার সেই বাঁদর আজ পার্সন অফ দ্য ইয়ার।


তাকে এই স্বীকৃতি দিয়েছে পশু অধিকার সংস্থা পেটা। তারা বলেছে, কালো রঙের এই বাঁদর কোনও বস্তু নয়, সে জীব। তাই এই সম্মান সে পেতেই পারে।

২০১১-য় নারুতো ইংল্যান্ডের ফটোগ্রাফার ডেভিড স্টেলারের ক্যামেরার লেন্স নিজের দিকে ঘুরিয়ে ক্যামেরার বোতাম টিপে দেয়। উঠে যায় তার নিখুঁত ছবি।



বাঁদরের তোলা ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় কিন্তু ডেভিড বলেন, তাঁর ক্যামেরায় তোলা হয়েছে ছবি, তাই কপিরাইটের অধিকার তাঁরই। উল্টোদিকে পেটাও দাবি করে, ৬ বছরের নারুতোকেই ওই ছবির স্রষ্টা ও মালিক ঘোষণা করতে হবে। সেই প্রথম কোনও পশুকে কারও সম্পত্তি বলে ঘোষণা করার বদলে তাকেই সম্পত্তির মালিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে দায়ের হয় মামলা।

আন্তর্জাতিক এই মামলার রায় বেরিয়েছে সেপ্টেম্বরে। আদালত বলেছে, ডেভিড ওই সেলফি ব্যবহার করে বা তা বিক্রি করে আয় করা অর্থের ২৫ শতাংশ ইন্দোনেশিয়ার ওই প্রজাতির বাঁদরদের সংরক্ষণে ব্যয় করবেন।