সিডনি:  কিশোরী কন্যাকে ধর্ষণের দায়ে ৭২ বছরের বৃদ্ধর ১৮ বছর কারাদণ্ড বহাল রাখল আদালত। তিন বছর ধরে নিজের কন্যাকেই নিয়মিত ধর্ষণ করত ওই ব্যক্তি। এরফলে যাতে মেয়ে গর্ভবতী না হয়ে পড়ে সেজন্য মেয়ের ১৩ বছর বয়স থেকে গর্ভনিরোধক পিলও খাওয়াত তার বাবা।


নির্যাতিতা ওই কিশোরীর বর্তমানে বয়স ৫০। যখন তাঁর বয়স ১২, তখন এক পারিবারিক ছুটির সময় প্রথমবার তার বাবা তাকে ধর্ষণ করে। সেই সময় বাবার বয়স ছিল ৩০-এর কোটায়। এ কথা কাউকে বলে দিলে তার ভাইকে মেরে ফেলার হুমকি দেয় ওই ব্যক্তি।

স্কুলে যৌনশিক্ষার পাঠ পাওয়ার পর ধর্ষণের ঘটনা নিয়ে কিশোরী কন্যা বাবাকে প্রশ্ন করেছিল। বাবা তখন বলেছিল, স্কুল তোমাকে ভুল শিখিয়েছে। যেহেতু আমি তোমাকে ভালোবাসি, তাই এই কাজ করেছি।

১৪ বছর বয়সে বন্ধুদের এই ঘটনার কথা জানিয়েছিল ওই কিশোরী। কিন্তু পুলিশের কাছে মাত্র কয়েক বছর আগে ২০১০-এ অভিযোগ দায়ের করা হয়। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর ২০১৩-তে অভিযুক্তর স্ত্রী তথা নির্যাতিতার মা বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন।

২০১৩-র জুনে অভিযুক্তকে লন্ডন থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা হয়। ২০১৪-র অক্টোবরে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১৮ বছরের কারাদণ্ড দেয় আদালত। নিজের অপরাধের কথা কবুল করেছিল ওই ব্যক্তি।

দোষীর আইনজীবী ২০১৬-তে বৃদ্ধের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সাজা মকুবের আর্জি জানান। কিন্তু আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে।