নয়াদিল্লি: আল কায়দার সেকেন্ড ইন কমান্ড আবদুল্লা আমেদ আবদুল্লাকে নিকেশ করা হয়েছে। ৩ মাস আগেই ইরানে আল কায়দার এই শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা আধিকারিকরা।

১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলার ঘটনায় অন্যতম মাস্টারমাইন্ড ছিল আবদুল্লা আমেদ আবদুল্লা। গত ৭ অগাস্ট তেহরানের রাস্তায় আবদুল্লাকে গুলি করে হত্যা করে দুই অজ্ঞাতপরিচয় বাইক আরোহী। আবদুল্লার পাশাপাশি তার বিধবা মেয়েকেও হত্যা করা হয়েছে। ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেনের স্ত্রী ছিল আবদুল্লার মেয়ে। পরে জানা যায় যে, ইজরায়ালের গুপ্তচর বাহিনী হত্যা করেছে ওই জঙ্গি নেতাকে।

দ্য নিউইয়র্ক টাইমস সূত্রে খবর, ইরানে কয়েক বছর ধরে আল কায়দার নেতাদের গতিবিধির উপর নজর রাখছিল আমেরিকা। আবদুল্লাকে নিকেশ করার নেপথ্যে আমেরিকার কোনও ভূমিকা আছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও এখনও আবদুল্লার মৃত্যুর খবর ঘোষণা করেনি আল কায়দা।