সিডনি: দাবানলের মধ্যেই বেশি জল খেয়ে নেওয়ায় ১০,০০০ উটকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া সরকার। পাঁচ দিন ধরে এই অভিযান চলার কথা। হেলিকপ্টারে করে পেশাদার বন্দুকবাজদের পাঠিয়ে উটগুলিকে মেরে ফেলার পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়া সরকারের।
অস্ট্রেলিয়ার আদি বাসিন্দাদের জন্য নির্দিষ্ট সরকারি অঞ্চলের এগজিকিউটিভ বোর্ডের সদস্য মারিতা বেকার জানিয়েছেন, ‘প্রচণ্ড গরম ও অস্বস্তিকর পরিবেশের মধ্যে আমাদের বাস করতে হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কারণ, উটেরা বাড়িতে ঢুকে পড়ে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে জল খেয়ে নিচ্ছে।’
অস্ট্রেলিয়ায় আনুমানিক ১০ লক্ষেরও বেশি উট রয়েছে। উটের সংখ্যা বাড়ছে বলে জানা গিয়েছে। দাবানলের ফলে অন্যান্য প্রাণীদের মতোই উটগুলিও সমস্যায় পড়েছে। সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, দাবানলে কয়েক কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। এবার জল বাঁচাতে উট মেরে ফেলার সিদ্ধান্ত নিল সরকার।
দাবানলের মধ্যেই বেশি জল খেয়ে নিচ্ছে, ১০ হাজার উটকে মেরে ফেলার সিদ্ধান্ত অস্ট্রেলিয়া সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
08 Jan 2020 07:35 PM (IST)
অস্ট্রেলিয়ায় আনুমানিক ১০ লক্ষেরও বেশি উট রয়েছে।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -