ওয়াশিংটন: কাসেম সোলেমানির খুনের বদলা। ইরাকে মার্কিন ও যৌথ সেনা বাহিনীর দুটি ঘাঁটিতে মিসাইল হামলা চালাল ইরান। এই হামলায় ৮০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইরানের সংবাদমাধ্যমে। যদিও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রথম প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যুইট করে জানিয়েছে, ‘অল ইজ ওয়েল’।


আরও পড়ুন- ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ডজন ক্ষেপণাস্ত্র হামলা ইরানের


ইরাকে মার্কিন সৈনঘাঁটিতে ইরানের মিসাইল হামলার কথা স্বীকার করে নিয়ে ট্রাম্পের ট্যুইট, “সব কিছু ঠিক আছে। ইরাকের দুটি সৈনঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরাক। হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাপ চলছে। এখনও পর্যন্ত সব ভালই।” ওই ট্যুইটেই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, “বিশ্বের সেরা সৈন্যবল রয়েছে আমেরিকার।” অর্থাৎ, ইরানের এই হামলার বদলা নিতে মার্কিন যুক্তরাষ্ট্রও যে ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে, তারই আভাস দিয়ে রাখলেন প্রেসিডেন্ট ট্রাম্প।





আরও পড়ুন- ‘আঘাত আসলে পাল্টা প্রত্যাঘাত, ইরানের ৫২টি জায়াগা টার্গেট করে রেখেছে আমেরিকা’, হুঁশিয়ারি ট্রাম্পের


সোমবার ড্রোন হামলায় ইরানের ‘সেকেন্ড ইন কমান্ড’ কাসেম সোলেমানিকে খুন করে আমেরিকা। ওই ঘটনার পর সেদেশের প্রেসিডেন্ট হাসান রৌহানি আমেরিকার উদ্দেশে প্রত্যাঘাতের হুমকি দেন। ২৪ ঘণ্টা সময় কাটতে না কাটতেই ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালাল ইরান। আমেরিকার ওপর আঘাত আসলে যে পাল্টা প্রত্যাঘাত হবে, ট্রাম্পের সেই হুঁশিয়ারিতে কোনও রকম কোনও ভ্রুক্ষেপই করেননি প্রেসিডেন্ট রৌহানি। উল্টে, পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের রেভোলিউশনারি গার্ড বিবৃতি দিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার কোনও প্রত্যাঘাত করার সাহস যেন আমেরিকা সহ মার্কিন সহযোগীরা না দেখায়।