গত মাসেই মোদি ও মরিসনের মধ্যে শুভেচ্ছা আদানপ্রদান হয়েছিল। দুজনেই বড় নির্বাচনী সাফল্যের জন্য পরস্পরকে অভিনন্দন জানিয়ে একযোগে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। জি-২০তে আছেন ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির নেতাদের আন্তর্জাতিক মঞ্চ। ২৮ ও ২৯ জুন, এই দুদিন ধরে ওসাকায় বসেছে ১৪-তম জি ২০ সামিট। কিতনা আচ্ছা হ্যায় মোদি! প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি ট্যুইট করে বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
Web Desk, ABP Ananda | 29 Jun 2019 01:23 PM (IST)
গত মাসেই মোদি ও মরিসনের মধ্যে শুভেচ্ছা আদানপ্রদান হয়েছিল। দুজনেই বড় নির্বাচনী সাফল্যের জন্য পরস্পরকে অভিনন্দন জানিয়ে একযোগে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন।
ওসাকা: কিতনা আচ্ছা হ্যায় মোদি! বক্তা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। জি-২০ সামিট উপলক্ষ্যে ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা এসেছিলেন জাপানের ওসাকায়। সেখানেই মোদির সঙ্গে দেখা হল অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পর হাসিমুখে সেলফি তুললেন দুজনে। মরিসন সেই ছবি ট্যুইট করে হিন্দিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণের সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়েছেন, প্রশংসা করেছেন তাঁর।