ক্যানবেরা:  অস্ট্রেলিয়ার এক সেনেটর সংসদে তাঁর দু মাসের সন্তানকে স্তন্যপান করিয়ে তৈরি করলেন নয়া ইতিহাস। আলিয়া জয়, কুইনসল্যান্ডের সেনেটর লারিসা ওয়াটারের দু মাসের শিশুকন্যা। লারিসা ওয়াটার অস্ট্রেলিয়ার গ্রিন পার্টির সহকারী নেত্রী। মঙ্গলবারই তাঁর মাতৃত্বকালীন ছুটি শেষ করে ফিরেছেন। আলিয়া তাঁর দ্বিতীয় সন্তান। তার যখনই তাই খিদে পাচ্ছে, তখনই লারিসা তাকে স্তন্যপান করাচ্ছেন।

এরপর উচ্ছ্বসিত নেত্রী নিজেই টুইট করে লিখেছেন, আলিয়াকে ফেডারেল পার্লামেন্টে এভাবে প্রকাশ্যে স্তন্যপান করাতে পেরে তিনি গর্বিত। কারণ, একজন সদ্যোজাতের স্তন্যপান করা তার মৌলিক অধিকারের মধ্যে পরে। এখানে তাকে বঞ্চিত না করার জন্যেই তিনি গর্ববোধ করছেন। তারপর তিনি টুইট করেন, তিনি সংসদে আরও এরকম অনেক মহিলা এবং সদ্য মায়েদের চান, যাঁরা এধরনের সাহসী পদক্ষেপ নিতে একটুও দ্বিধাবোধ করবেন না।

প্রসঙ্গত, গতবছর অস্ট্রেলিয় পার্লামেন্ট তাদের নীতিতে কিছু পরিবর্তন আনে। এখন থেকে তারা সেখানকার মহিলা নেত্রীদের সংসদে বসেই তাঁদের সন্তানদের খেয়াল রাখার অনুমতি দিয়েছে। এর আগে চেম্বারে শিশুদের ঢোকার ওপর ছিল নিষেধাজ্ঞা এবং সদ্য মা হওয়া নেত্রীদের জন্যে দেওয়া হত প্রক্সি ভোট।

প্রশাসনে নতুন আইন তৈরির বিষয়ে বিভিন্ন সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন লারিস ওয়াটারস। গত নভেম্বরই তিনি বলেন, যদি কেউ চায় আরও বেশি করে মহিলারা সংসদে আসুক, ছেলেরাও তাঁদের বাবা হওয়ার দায়িত্ব এবং সংসদীয় দায়িত্ব সমান ভাগেভাগ করে নিক, তাহলে অবিলম্বে আইন সংশোধন প্রয়োজন।

আন্তর্জাতিক নারী দিবসের সময় মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন লারিস। তখনই তিনি এই পরিবর্তন আসার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এছাড়া এভাবে সংসদে স্তন্যপান করিয়ে কাজের ক্ষেত্রে যে লিঙ্গবৈষম্য রয়েছে, সেটাও মুছে দিতে চেয়েছেন ওয়াটারস।