নয়াদিল্লি: কুলভূষণ যাদব ইস্যুতে কূটনৈতিক সাফল্য পেল ভারত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ভারতীয় নৌবাহিনীর এই প্রাক্তন অফিসারের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিঠি দিয়ে কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত রাখতে বলেছে আন্তর্জাতিক আদালত।


এই খবর জানার পর ট্যুইট করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘আমি কুলভূষণের মায়ের সঙ্গে কথা বলেছি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্টের রায়ের কথা তাঁকে জানিয়েছি। ভারতের হয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সওয়াল করছেন হরিশ সালভে।’



চরবৃত্তির অভিযোগে কুলভূষণের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে পাকিস্তানের সামরিক আদালত। গত মাসে পাকিস্তানের উচ্চ আদালতে এই রায় স্থগিত রাখার আবেদন জানান কুলভূষণের মা অবন্তী যাদব। ১৬ বার কুলভূষণকে দূতাবাসের আধিকারিকদের সঙ্গে দেখা করার আবেদন জানায় ভারত। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি পাকিস্তান। সেই কারণেই আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। সালভে অভিযোগ করেন, ভিয়েনা সম্মেলনের চুক্তি ভঙ্গ করছে পাকিস্তান। আন্তর্জাতিক আদালত ভারতের সেই অভিযোগকেই মান্যতা দিল।