ওয়াশিংটন: মহাকাশ অভিযান। কিন্তু আয়োজনে কোনও দেশের মহাকাশ গবেষণা সংস্থা নয়। গোটা অভিযান হয়েছে সম্পূর্ণ বেসরকারি উদ্য়োগে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা শুরু করেছে SpaceX Falcon 9 রকেট। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার (Kennedy Space Center) ওই রকেট উৎক্ষেপণ হয়েছে। রয়েছেন চারজন অভিযাত্রী। একটি স্টার্ট-আপ সংস্থা Axiom Space-এর তরফে ওই চারজন গিয়েছেন। 


নাসার প্রশংসা:
লো-আর্থ অরবিট (Low Eart Orbit) এলাকায় মহাকাশযাত্রাকে বাণিজ্যিকরণের কাজের প্রশংসা করেছে NASA. এই যাত্রা ওই কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে নাসা। ভবিষ্যতের জন্য এই ধরনের মহাকাশযাত্রা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে নাসা। মহাকাশগবেষণার জন্য এই ধরনের উদ্যোগের প্রশংসা করা হয়েছে নাসার তরফে।


শনিবারই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যাওয়ার কথা ওই মহাকাশযানের। প্রাক্তন নাসা নভোচর মিখাইল লোপেজ আলেগ্রিয়া (Michael Lopez-Alegia) এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।  


অভিযাত্রী কারা:
মিখাইলের সঙ্গে রয়েছেন আরও তিনজন। আমেরিকান ব্যবসায়ী ল্যারি কনোর (Larry Connor), কানাডার উদ্য়োগপতি মার্ক প্যাথি (Mark Pathy) এবং ইজরায়েলের উদ্যোগপতি এইতান স্তিব্বে (Eytan Stibbe), এইতান একজন প্রাক্তন যুদ্ধবিমান চালক।


আকাশছোঁয়া টিকিট:
পুরো অভিযান বেসরকারিভাবে হয়েছে। ফলে খরচও যে আকাশছোঁয়া হবে তা স্বাভাবিক। সূত্রের খবর, সব কিছু মিলিয়ে আটদিনের জন্য টিকিটের খরচ পড়েছে ৫৫ মিলিয়ন ডলার। 


এটাই প্রথম:
এর আগে নিজেদের উদ্যোগে একাধিক শিল্পপতি মহাকাশে গিয়েছেন। কিন্তু, এটিই এমন একটি অভিযান, যেখানে  সমস্ত কিছুই বেসরকারি উদ্যোগে হয়েছে। যাবতীয় পরিকাঠামোও তৈরি হয়েছে বেসরকারি ভাবে। শুধুমাত্র লঞ্চ প্যাড ধার করা হয়েছে নাসা থেকে। এটিকে মহাকাশ পর্যটন বলতে নারাজ Axiom Space.  


এরপরে আরও:
ইতিমধ্যেই SpaceX-এর সঙ্গে চারটি অভিযানের জন্য চুক্তি করেছে Axiom. আর ইতিমধ্যেই দ্বিতীয় অভিযানের অনুমতি দিয়ে দিয়েছে NASA.


আরও পড়ুন: যুদ্ধক্ষেত্রে রুশ সেনার লালসার শিকার মেয়েরা, চুল ছেঁটে বাঁচার চেষ্টা, দাবি ইউক্রেনের