ইমরান সরকারকে উৎখাতের লক্ষ্যে করাচি থেকে ইসলামাবাদ পর্যন্ত ‘আজাদি মার্চ’, সামিল বিভিন্ন দল
Web Desk, ABP Ananda | 28 Oct 2019 01:40 PM (IST)
এই মিছিলে যোগ দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি নেতা রাজা রব্বানি, সৈয়দ গনি, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ নেতা মহম্মদ জুবেইর, নিহাল হাশমি, আওয়ামি ন্যাশনাল পার্টি নেতা শাহি সৈয়দ।
করাচি: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারকে উৎখাতের লক্ষ্যে জমিয়ত-উলেমা-ই-ইসলাম-ফজল প্রধান মৌলানা ফজলুর রেহমানের নেতৃত্বে করাচি থেকে ইসলামাবাদ পর্যন্ত শুরু হল ‘আজাদি মার্চ’। রবিবার থেকে শুরু হওয়া এই মিছিল ইসলামাবাদ পৌঁছবে বৃহস্পতিবার। এই মিছিলে যোগ দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি নেতা রাজা রব্বানি, সৈয়দ গনি, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ নেতা মহম্মদ জুবেইর, নিহাল হাশমি, আওয়ামি ন্যাশনাল পার্টি নেতা শাহি সৈয়দ। এছাড়া ছাত্রদের পাশাপাশি কয়েক হাজার সাধারণ মানুষও এই মিছিলে যোগ দিয়েছেন। জমিয়ত প্রধান বলেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগ করতে হবে। হাজার হাজার মানুষ করাচিতে এসেছেন। সারা দেশের মানুষ যখন ইসলামাবাদ পৌঁছবেন, তখন সরকার কী করবে? ইসলামাবাদে গিয়ে আমি আন্দোলনের পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করব। আমরা ইতিবাচক রাজনীতিকে সমর্থন করি। আমরা সারাজীবন দেশের সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকেছি। তার বদলে আমরা চরমপন্থা পেয়েছি। বিরোধীদের সব অধিকার থেকে বঞ্চিত করেছে সরকার। বিচার বিভাগ যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে আমি ধর্ণায় বসব।’ বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য গতকাল মধ্যস্থতাকারী কমিটির সদস্যদের পাঠায় ইমরান সরকার। সেই দলের প্রধান প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আন্দোলন যতক্ষণ শান্তিপূর্ণ আছে, ততক্ষণ সরকারের পক্ষ থেকে কোনওরকম বাধা দেওয়া হবে না। ইমরান এই প্রতিশ্রুতি দিয়েছেন।