কোয়েটা: পাকিস্তানের বালুচিস্তানের খারান জেলায় প্রশাসনের নির্দেশ, রাখা যাবে না ‘স্টাইলিশ’ দাড়ি। দাড়িতে কোনওরকম নকশা করে কাটলে ক্ষৌরকারদের জরিমানার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
গত ২৯ মে এই নির্দেশ জারি করেছেন খারান জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহম্মদ বকসি। ক্ষৌরকারদের কড়া নির্দেশ, দাড়ি কাটতে হবে নিয়ম মেনে। এ ক্ষেত্রে কোনওরকম ফ্যাশনের আশ্রয় নেওয়া চলবে না। কারণ, তা ধর্মীয় নীতির পরিপন্থী। নতুন নিয়ম না মানলে প্রচুর পরিমাণ জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে নির্দেশনামায়।
নির্দেশনামার প্রতিলিপি ডেপুটি কমিশনার, জেলার পুলিশ আধিকারিক, তহশিদদার সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাজদি বলেছেন, এলাকার এক ধর্মীয় গুরু স্টাইলিশ দাড়ি নিয়ে আপত্তি তুলে অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে এই নির্দেশ।
সম্প্রতি বালুচিস্তানের ওরমারাতেও একই ধরনের নির্দেশ জারি হয়েছিল।
বালুচিস্তানের খারান জেলায় নিষিদ্ধ ‘স্টাইলিশ’ দাড়ি, নিয়ম ভাঙলে জরিমানা
ABP Ananda, web desk
Updated at:
04 Jun 2017 02:18 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -