ঢাকা: মধ্য-পূর্ব বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া জেলায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন। জেলার ডেপুটি পুলিশ সুপার হায়াত-উদ-দৌলা খানকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, শ্রীহট্ট থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল উদয়ন এক্সপ্রেস। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ মন্দভাগ রেল স্টেশনের কাছে ঢাকাগামী তুর্না-নিশিতা এক্সপ্রেসের সঙ্গে উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, সেই সময় আখাউরা রেল জংশনের কাছে উদয়ন এক্সপ্রেস লাইন পরিবর্তন করছিল। প্রাথমিক তদন্তে অনুমান, লোকো মাস্টার সিগন্যাল উপেক্ষা করায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রকের সচিব মোফাজ্জল হোসেন। শেষ খবর অনুযায়ী, ১৬ জন মারা গিয়েছেন। এর মধ্যে চার মহিলা সহ ৯ জন ঘটনাস্থলেই মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান বেশ কয়েকজন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, ক্ষতিগ্রস্ত বগির মধ্যে অনেকে আটকে রয়েছেন। ইতিমধ্যেই উদ্ধারকার্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দুর্ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালি ও চট্টগ্রাম-শ্রীহট্টের মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আখাউরা ও লকসম স্টেশন থেকে দুটি রিলিফ ট্রেন ত্রাণ ও উদ্ধারের জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন তিনি। একইসঙ্গে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বাংলাদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৬, আহত ৬০, শোকপ্রকাশ হাসিনার
Web Desk, ABP Ananda
Updated at:
12 Nov 2019 03:18 PM (IST)
দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -