ঢাকা: সিলেটের জঙ্গি আস্তানায় চার জঙ্গিকে খতম করেছে বাংলাদেশ সেনা। নিহতদের মধ্যে একজন মহিলা। তবে গত চারদিন ধরে জঙ্গি দমনে যে অভিযান 'অপারেশন টোয়াইলাইট' চলছে তা এখনও চলছে বলে বাংলাদেশ দেশ সেনা সূত্রে জানানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ ফাখরুল এহসান জানিয়েছেন, এলাকাটি সম্পূর্ণ নিরাপদ করতে এই অভিযান এখনও চলছে।পাঁচতলা আতিয়া মহলে অভিযানের চতুর্থ দিনের শেষে এহসান জানিয়েছেন, ওই ভবনটির ভেতরে চারটি মৃতদেহ পাওয়া গিয়েছে। প্রত্যেকেরই শরীরে সুইসাইড ভেস্ট রয়েছে। তিনি আরও বলেছেন, গোয়েন্দা সূত্রে ওই ভবনে এক মহিলা সহ চার জঙ্গির খবর জানা গিয়েছিল। তাই ওই ভবনে আর কোনও জীবিত জঙ্গি নেই বলেই মনে করা হচ্ছে।
ভবনটির ভেতরে থাকা মৃতদেহগুলি উদ্ধার করার পরিকল্পনা তৈরি করছে সেনা। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। যদিও সরকারি সূত্রে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, নিও জামাত-উল-মুজাহিদিনের বাংলাদেশের প্রধান মুসা ওই ভবনের ভেতরে থাকতে পারে।মুসার সংগঠন আইএসআইএস ঘেঁসা বলেই পরিচিত। ঢাকায় গত ১ জুলাইয়ের জঙ্গি হামলায় নিও জামাতের হাত ছিল বলে জানা গিয়েছে।
চারদিনের এই অভিযানে চার জঙ্গি সহ ১০ জনের মৃত্যু হয়েছে।
এহসান জানিয়েছেন, ওই ভবনে প্রবেশ করাটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ, ভবনটির চত্বরে আইইডি সহ প্রচুর পরিমাণ বিস্ফোরক রয়েছে। এগুলি বিস্ফোরণ হলে পুরো ভবনটিই ধসে পড়তে পারে।
ব্রিগেডিয়ার জেনারেল আরও বলেছেন, যে চার জঙ্গি মারা পড়েছে, তার মধ্যে এক মহিলা সহ দুজনের এদিনই মৃত্যু হয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদিন জানিয়েছিলেন, যে কোনও মুহূর্তেই অভিযান সমাপ্ত ঘোষণা করা হতে পারে।
কামাল আরও জানান, ক্ষয়ক্ষতি এড়াতে কম্যান্ডোরা ধীরে চলো নীতি নিয়ে অভিযান চালাচ্ছেন।
গতকাল রাতে অপেক্ষাকৃত কম থাকার পর এদিনও সকাল থেকে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলতে থাকে।এরই মধ্যে ওই ভবনের নিচের তলায় আগুন লাগে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুপুরে সেনার পক্ষ থেকে মাইকে করে ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধে ছটার পর থেকে আর কোনও গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে না।
সিলেটে চার জঙ্গিই খতম, চলছে 'অপারেশন টোয়াইলাইট'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Mar 2017 03:00 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -