নয়াদিল্লি: বাংলাদেশের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে মোরা ঘূর্ণিঝড়। সেটি এখন কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনস আইল্যান্ড পার হচ্ছে। ঝড়ের ফলে কক্সবাজার এলাকায় ২০০-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়। এগিয়ে এসেছে উত্তর-উত্তর পূর্ব দিক বরাবর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার রীতিমত শক্তিশালী হয়ে ওঠার কথা, এর ফলে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

বাংলাদেশি সময় ভোর চারটে নাগাদ টেকনাফ ও সেন্ট মার্টিনস আইল্যান্ড পার হতে শুরু করেছে মোরা। হাওয়ার গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র উপকূল। স্থানীয় বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ইতিমধ্যেই জারি হয়েছে ১০ নম্বর মহা বিপদ সঙ্কেত। মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সহ অন্যান্য বন্দরে ৮ নম্বর মহা বিপদসঙ্কেত জারি করা হয়েছে।

মোরার জেরে এ রাজ্যেও বিভিন্ন জায়গায় সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী এলাকাতেও। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।