ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার কথা কবুল করা কানাডায় গা ঢাকা থাকা নূর চৌধুরিকে এতদিন দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টায় সফল হয়নি বাংলাদেশ। এবার স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডিউর বৈঠকে নূরকে বাংলাদেশের হাতে পাওয়ার ব্যাপারে জটিলতা কাটার ইঙ্গিত মিলল। গতকাল মন্ট্রিলে হাসিনা, জাস্টিনের বৈঠকে শেষ পর্যন্ত পলাতক নূরকে প্রত্যর্পণের রাস্তা খুঁজে বের করতে আলোচনায় বসতে রাজি হল দুপক্ষ। বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা-র খবর, এ ব্যাপারে ঐকমত্য হয়েছে।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর বিদেশসচিব মহম্মদ শাহিদুল হক সাংবাদিকদের জানান, কানাডা থেকে নূরকে বাংলাদেশে ফেরানোর ব্যাপারে একটা রাস্তা খুঁজে বের করবেন দু দেশের সরকারি অফিসাররা। আলোচনার লক্ষ্য হবে নূরকে বিচারের মুখে দাঁড় করানো ও বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা। সত্তরের কোঠায় চলে যাওয়া নূরকে কানাডা থেকে প্রত্যর্পণের ব্যাপারে বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে, এই আলোচনা তাঁকে বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানান হক।
ঘটনাচক্রে প্রাক্তন সামরিক অফিসার নূর ১৯৭৫-এর আগস্ট শেখ মুজিব হত্যায় তাঁর অনুপস্থিতিতেই দোষী সাব্যস্ত হন। মুজিবরের যে ৫ পলাতক ঘাতকের অন্যতম তিনি। ২০০৯ সালে নূর ও আরও ১১ জনকে এই মামলায় মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দোষী ঘোষিত ৫ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে ২০১০ সালে। নূর সহ পাঁচজন বাংলাদেশে ফেরা এড়িয়ে গিয়েছেন। একজন মৃত।
১৯৯৬ সালে নূরকে ভিজিটর মর্যাদা দেয় কানাডা। তারপর থেকে তিনি সে দেশ ছাড়েননি। ১৯৯৮ থেকে মৃত্যুদণ্ড প্রথা তুলে দেওয়া কানাডার ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ২০১১ সালে জানিয়ে দেন, কানাডা নূরকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশের হাতে তুলে দিতে পারবে না কারণ ফিরিয়ে দিলেই তাঁকে মৃত্যুদণ্ডের মুখে পড়তে হবে। ফলে তাঁকে ঘিরে বাংলাদেশ, কানাডার মধ্যে মতপার্থক্য ছিল। এবার হয়ত তা কাটতে চলেছে।
বঙ্গবন্ধু-ঘাতক নূর চৌধুরির প্রত্যর্পণে আলোচনায় বসছে বাংলাদেশ, কানাডা
web desk, ABP Ananda
Updated at:
17 Sep 2016 07:28 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -