মার্গারিটা আইল্যান্ড (ভেনেজুয়েলা): বেজোট আন্দোলনের (ন্যাম) মঞ্চ থেকে সন্ত্রাসবাদ দমন নিয়ে একটি ওয়ার্কিং গোষ্ঠী গড়ার উদ্যোগে বাগড়া দিল পাকিস্তান। সরকারি সূত্রের খবর, ন্যাম-এর শীর্ষ সরকারি প্রতিনিধিদের ১৭-তম সামিটে ভারতই ওই গোষ্ঠী গঠনের প্রস্তাব দেয়। সদস্য দেশগুলির কূটনীতিকরা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থানের মধ্যে গভীর সমন্বয় তৈরির লক্ষ্যে ওই ওয়ার্কিং গোষ্ঠী গড়ার জন্য জোর তত্পরতা চালান। অধিকাংশ প্রতিনিধির মধ্যে এ ব্যাপারে ঐকমত্যও হয়। কিন্তু পাকিস্তানি প্রতিনিধি তসনিম আসলাম একা এই প্রয়াসের বিরোধিতা করেন। সূত্রটি বলেছে, একঘরে হয়ে পড়া সত্ত্বেও পাকিস্তান ওই প্রস্তাবের একবগ্গা বিরোধিতায় অনড় থাকে। তাদের যুক্তি, সন্ত্রাসবাদের প্রশ্নে কখনও ঐকমত্য হতে পারে না। আসলামের প্রশ্ন, কেন শুধুই সন্ত্রাসবাদ নিয়ে ওয়ার্কিং গ্রুপ, বাকি ইস্যুগুলিতে নয়!
মন্ত্রী স্তরের আলোচনায় সন্ত্রাসবাদ মোকাবিলায় ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রস্তাব পেশ করে তার পক্ষে জোর সওয়াল করেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। তিনিই ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো ভাষণ দেন তিনি। প্রস্তাবের পক্ষে ভাল সমর্থন মেলে। ঘটনাচক্রে পাক প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজ এখানে এলেও তাঁর সঙ্গে মুখোমুখি কথা হয়নি আকবরের।
সূত্রটি বলেছে, ন্যামের অন্তর্ভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার হওয়ার ফলে তাদের মধ্যে গভীর বোঝাপড়া তৈরির জন্য ভারতের প্রস্তাবটি ভাল সাড়া পায়। ২০টি ন্যামভুক্ত দেশ তার সমর্থনে সওয়াল করে। একমাত্র উল্টো সুরে কথা বলে পাকিস্তানই।
.
ন্যাম-এ সন্ত্রাস রোধে ওয়ার্কিং গোষ্ঠী গড়ার প্রস্তাব ভারতের, বাধা পাকিস্তানের
web desk, ABP Ananda
Updated at:
16 Sep 2016 09:28 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -