ঢাকা: ২০১৫ সালে সরকার-বিরোধী বিক্ষোভ-আন্দোলনের সময় বাসে বিস্ফোরণ ঘটানোর মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সেদেশের আদালত।


মঙ্গলবার, পুলিশের দায়ের করা চার্জশিট গ্রহণ করে গ্রেফতারির নির্দেশ দেন কুমিল্লা জেলা আদালতের বিচারক জয়নাব বেগম।


২০১৪ সালে আওয়ামি লিগ সরকারের অধীনে হওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নেয় ৭২-বছরের খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি।


সংসদের বাইরে, বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে। ২০১৫ সালে নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে ২০ সহযোগী দলের সঙ্গে হাত মিলিয়ে দেশব্যাপী পরিবহণ ধর্মঘটের ডাক দেয় বিএনপি।


এই সময় কুমিল্লা জেলায় একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ে আন্দোলনকারীরা। তাতে ৮ জনের মৃত্যু হয়। আহত হন বহু। সেই ঘটনায় এদিন চার্জশিট দাখিল করে পুলিশ।


প্রসঙ্গত, তিন বছর আগে বিএনপির নেতত্বে হওয়া হিংসাত্মক আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ১২৫ জনের মৃত্যু হয়। বেশিরভাগ হামলাই বাস ও ট্রাকে হয়েছিল।


সেই সব অভিযোগের ভিত্তিতে খালেদা জিয়ার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা দায়ের হয়। এখানে বলে রাখা প্রয়োজন, গতকালই হত্যা ও বিস্ফোরণের দুটি মামলায় জিয়ার ছেলে তারিক রহমান সহ ৪৮ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি তুলেছে সরকারপক্ষ।