ঢাকা: হোলির (Holi 2022) দিনই বাংলাদেশে (Bangladesh News) ইসকনের রাধাকান্ত মন্দিরে হামলার (Attack on ISKCON Temple) অভিযোগ। মন্দিরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ সামনে এসেছে। প্রায় ২০০ জনের ভিড় মন্দিরে হামলা চালায় বলে জানিয়েছেন ইস্কন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে দিল্লি। বংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতীয় হাই কমিশন।


বৃহস্পতিবার সন্ধ্যায় প্রার্থনা চলাকালীন ঢাকায় (Dhaka News) ইসকনের ওই মন্দিরে হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রায় ২০০ জনের একটি দল মন্দিরে হামলা চালায়। ভিতরে ঢুকে দেদার ভাঙচুর চলে বেশ কিছু ক্ষণ ধরে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। হামলাকারীদের মন্দির চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে জমির উপর মন্দিরটি অবস্থিত, সেটি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। সম্প্রতি আদালতের রায় মামলাকারীর পক্ষে যায়। তার পর থেকে ওই জমির উপর নিজের মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এত দিন। কিন্তু বৃহস্পতিবার আচমকাই ঝামেলা বাধে।



আরও পড়ুন: Dol Purnima 2022: ১৩ বছরে পা দিল মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জের বসন্তোৎসব


এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতায় ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস। তিনি জানিয়েছেন, ঢাকার মন্দিরে হামলায় তিন জন পুণ্যার্থী আহত হয়েছেন। বাংলাদেশ সরকারের কাছে এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ইসকন কর্তৃপক্ষ।  


ভারতীয় হাই কমিশনের (Indian High Commission) তরফেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকার, সে দেশের সংখ্যালঘু গোষ্ঠী এবং নেতা-মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে তারা।


এর আগে, গত বছর ইসকনের মন্দিরে হামলার খবর উঠে আসে বাংলাদেশ থেকে। অক্টোবরের মাঝামাঝি নোয়াখালির ইসকন মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতী। ব্যাপক ভাঙচুর চালানো হয় সেখানে। হাতাহাতি, ধস্তাধস্তিতে মৃত্যুও হয় এক জনের। মৃত ব্যক্তি ইসকনের সদস্য ছিলেন বলে জানা যায়। সে বারও প্রায় ২০০ জনের একটি দল মন্দিরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তার আগে দুর্গাপুজো চলাকালীন কুমিল্লাতেও হিংসা ছড়ায়। তাতে অনেকে প্রাণ হারান।