ঢাকা: ধর্মনিরপেক্ষ ব্লগার আহমেদ রাজীব হায়দর হত্যায় দোষী দুই জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রইল বাংলাদেশের হাইকোর্টে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয় রাজীবকে। সেই অপরাধে রেদওয়ানুল আজাদ রানা ও ফয়সল বিন নায়েম নামে দুই ছাত্রকে মৃত্যুদণ্ড দেয় ফাস্ট ট্রাক ট্রাইব্যুনাল। দুজনেই একটি নামী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং নিষিদ্ধ ঘোষিত আনসারউল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য। ১৬ মাস বাদে ট্রাইব্যুনালের সেই রায় বহাল রাখল হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ।
রাজীব হত্যাকাণ্ডের পর থেকেই বাংলাদেশে একের পর এক উদার, মুক্তমনা লেখক, ব্লগাররা আক্রান্ত হতে থাকেন।
রাজীব খুনে মোট যে ৬ জনকে বিভিন্ন মেয়াদের কারাবাসের সাজা দেওয়া হয়, তাদের মধ্যে আছে এবিটি-র তথাকথিত আধ্যাত্মিক গুরু মুফতি জসিমউদ্দিন রহমানিও। রাজীব খুনে ছাত্রদের প্ররোচিত করায় মুফতির ৫ বছর জেল হয়।
রানা ২০১৫-র ফেব্রুয়ারিতে লেখক-ব্লগার অভিজিত্ রায় খুনেও মূল অভিযুক্ত। সে পলাতক।
পেশায় স্থপতিবিদ রাজীব ঢাকার মীরপুরের বাড়ির সামনে নিহত হওয়ার কয়েকদিন আগেও ১৯৭১-এর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।