ধর্ষণের ফেসবুকে লাইভ স্ট্রিমিং, মার্কিন পুলিশ গ্রেফতার করল ১৪ বছরের নাবালককে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2017 03:50 PM (IST)
শিকাগো: আমেরিকার শিকাগোয় ধর্ষণের দায়ে গ্রেফতার হল ১৪ বছরের এক কিশোর। অভিযোগ, ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের সময় ফেসবুকের লাইভ স্ট্রিমিং করে সে। শিকাগো পুলিশ জানিয়েছে, কিশোর ওই অভিযুক্তের বিরুদ্ধে যৌন আক্রমণ, চাইল্ড পর্নোগ্রাফি তৈরি ও তা প্রচারের মত গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় আরও গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে. আরও ৪-৫জন এতে জড়িত। গত মাসের মাঝামাঝি ঘটেছে এই ঘটনা। মেয়েটির মা পুলিশে অভিযোগ এ ব্যাপারে করেন ও পুলিশকে ভিডিওটি দেখান। পুলিশ হতবাক হয়ে যায় এটা দেখে, যে অন্তত ৪০জন ওই ভিডিও লাইভ দেখেছে কিন্তু কেউ পুলিশে একটা ফোনও করেনি। অভিযোগকারিণীর মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই ঘটনার পর থেকে তাঁর মেয়েকে অনলাইনে হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি জানাজানির পর পুলিশ অন্যত্র সরিয়ে দিয়েছে তাঁদের। জানুয়ারিতেও এভাবে অপরাধের লাইভ স্ট্রিমিংয়ের জন্য ৪জনকে গ্রেফতার করা হয়। মানসিকভাবে অসুস্থ একজনকে মারধর করার ভিডিও ফেসবুকে লাইভ করে তারা।