ঢাকা: ২০০৯-এর বিডিআর বিদ্রোহে সামিল ১৫২ জনের মধ্যে ১৩৯ জনের মৃত্যুদণ্ডাজ্ঞায় সিলমোহর দিল বাংলাদেশের হাইকোর্ট। এছাড়া ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, ২০০ জনকে দণ্ডিত করা হয়েছে নানা মেয়াদি কারাদণ্ডে।
কয়েক বছর আগেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ পরিচিত ছিল বাংলাদেশ রাইফেলস বা বিডিআর নামে। ২০০৯-এর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় বিদ্রোহ হয়। এতে প্রাণ হারান ৫৭ জন সেনা আধিকারিক সহ ৭৪ জন।
ঢাকার লালবাগ পুলিশ স্টেশনে দুটি মামলা দায়ের হয় ৮৬৪ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে। ২০১৩-য় নিম্ন আদালত ১৫২ জন অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়। ১৬১ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনকে দেওয়া হয় ১০ বছরের জেলের সাজা। প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় ২৭৮ জন। সব মিলিয়ে অপরাধী সাব্যস্ত হয় ৫৬৮ জন।
বাংলাদেশের হাইকোর্ট বলেছে, শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার মতলবে ওই বিদ্রোহ ঘটানো হয়। ষড়যন্ত্রের হোতারা চেয়েছিল দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে।
বিডিআর বিদ্রোহে জড়িত ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখল বাংলাদেশের আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2017 08:34 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -