আগামী বছর অভিনেত্রী মেঘান মার্কেলকে বিয়ে করছেন যুবরাজ হ্যারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2017 08:17 PM (IST)
লন্ডন: চলতি মাসের গোড়াতেই বাগদান হয়ে গিয়েছে। এবার মার্কিন অভিনেত্রী বান্ধবী মেঘান মার্কেলকে বিয়ে করতে চলেছেন ব্রিটেনের যুবরাজ হ্যারি। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের ক্ষেত্রে পঞ্চমস্থানে রয়েছেন হ্যারি। তাঁর ও মেঘানের সম্পর্ক নিয়ে জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই। তাঁদের বিয়ে হবে বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। সেই জল্পনাকেই সত্যি করি এ মাসের গোড়ায় বাগদান সম্পন্ন হয়। হ্যারির বাবা যুবরাজ চার্লস এক বিবৃতিতে বাগদানের কথা জানান। চার্লসের পক্ষ থেরে ক্লেয়ারেন্স হাউসের একটি বিবৃতিতে বলা হয়, যুবরাজ হ্যারি ও মেঘান মার্কেলের বাগদান সম্পন্ন হয়েছে। আগামী বছরের বসন্তে তাঁদের বিয়ে হবে। বিয়ের দিনক্ষণ নির্দিষ্ট সময়েই জানানো হবে। ২০১৬-র জুলাই থেকেই ৩৩ বছরের হ্যারি ৩৬ বছরের মেঘানের সঙ্গে ডেটিং শুরু করেছিলেন।