ঢাকা: একটি পার্কে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকা তরুণ-তরুণীদের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং পুলিশ ডেকে বিতর্কে বাংলাদেশের নোয়াখালির এমপি একরাম উল করিম চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ তাঁর সমালোচনায় সরব। যদিও নিজের এই পদক্ষেপের সাফাই দিয়েছেন ওই এমপি। তিনি সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট মুছেও দিয়েছেন। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়া ভাল বোঝেন না। তিনি এখন বুঝতে পারছেন, তরুণ-তরুণীদের মুখ ঢেকে দেওয়া উচিত ছিল।
মঙ্গলবার ফেসবুকে ১৮ জন তরুণ-তরুণীর ছবি পোস্ট করেন একরাম। এরপরেই শুরু হয় সমালোচনা। তিনি অবশ্য জানিয়েছেন, ‘পার্কে ঘুরতে যাওয়া লোকজনের উপর নজর রাখা একজন এমপি-র দায়িত্ব। আমি দেখতে পাই, অনেকেই চুম্বন করছিল। আমি নিজের কেন্দ্রে এই ধরনের অশালীন আচরণ মেনে নেব না। আমি প্রচার চালিয়ে যাব। আমি সমালোচনাকে স্বাগত জানাই। না হলে জানতে পারব না মানুষ কী ভাবছে।’
স্থানীয় পুলিশ প্রধান নাবির হোসেন জানিয়েছেন, ‘যে ছাত্র-ছাত্রীদের আটক করা হয়েছিল, তাদের বাবা-মার হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা ছাত্র-ছাত্রীদের বলেছি, তারা যেন স্কুল কামাই করে পার্কে না যায়। এতে তাদের ভাল হবে।’
পার্কে ঘনিষ্ঠ অবস্থায় তরুণ-তরুণীদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পুলিশ ডেকে বিতর্কে বাংলাদেশের এমপি
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jul 2019 07:02 PM (IST)
মঙ্গলবার ফেসবুকে ১৮ জন তরুণ-তরুণীর ছবি পোস্ট করেন একরাম।
ছবি সৌজন্যে ফেসবুক
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -