ঢাকা: মীরপুরের দারুস সালাম থেকে গতকাল রাতে সন্ত্রাস দমন বাহিনীর অভিযানে ৫ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সন্ত্রাসবাদীর গ্রেফতারির ফলে নতুন বছরের শুরুতে বড়সড় নাশকতার ছক সফল হতে পারল না। ৩০ কেজি বিস্ফোরক, বন্দুক সহ ওই পাঁচ জেএমবি সদস্য ধরা পড়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রপলিটান পুলিশ। তাদের জনৈক মুখপাত্র বলেছেন, গোয়েন্দা সূত্রে পাওয়া রিপোর্টের ভিত্তিতে ওদের ডেরায় আমরা হানা দিয়ে পাঁচজনকে পাকড়াও করেছি।
পুলিশের সন্ত্রাসদমন ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিক জেরায় ৩১ ডিসেম্বরের বর্ষশেষের রাতে হামলার ছক তৈরি ছিল বলে জানিয়েছে ধৃত জঙ্গিরা। বিস্ফোরক তৈরির ৩০ কেজি তরল রাসায়নিক, পাউডার, ইলেকট্রনিক সরঞ্জাম, বোমা, বন্দুকের পাশাপাশি মৌলবাদী প্রচারপত্রও জঙ্গি ডেরা থেকে উদ্ধার হয়েছে। স্থানীয় মিডিয়ার খবর, মহম্মদ রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রকিব গোষ্ঠীটির মাথা।
সন্ত্রাস দমন অভিযানের ব্যাপারে ওয়াকিবহাল আরেক সরকারি অফিসার জানিয়েছেন, দেশের উত্তরপশ্চিমে শক্ত ঘাঁটি আছে জেএমবি-র। সেখানকার রাজশাহী জেলার তিন নেতার নির্দেশমতো ওই ৫ জেএমবি সদস্য কাজ করছিল। প্রসঙ্গত, জেএমবি-র দলছুট গোষ্ঠীকে নিয়েই তৈরি হয়েছে নয়া জেএমবি। এরা আন্তর্জাতিক কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএস-এর অনুগত। গত ১ জুলাই ঢাকার অভিজাত পাড়ায় ক্যাফের সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল ওরা, যাতে এক ভারতীয় মেয়ে সহ ২২ জন নিহত হয়েছিলেন।