ঢাকা: গুলশনেই শেষ নয়, গোটা বাংলাদেশ হতে পারে জঙ্গিদের টার্গেট। দেশবাসী যদি সতর্ক না হন, এই হামলা বন্ধ করা যাবে না। এই ভাষাতেই নাগরিক সমাজকে সতর্ক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩২টি জেলার সরকারি কর্মী, শিক্ষকশিক্ষিকা, ইমাম, নিরাপত্তা সংস্থা ও সমাজকর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি।
হাসিনা জানান, দেশের নানা জায়গায় হামলা ঘটানোর জন্য ষড়যন্ত্র চলছে। দেশবিদেশ থেকে এ ব্যাপারে তথ্য আসছে তাঁদের কাছে। তাই মানুষের আরও সচেতনতা প্রয়োজন। তাঁর কথায়, গুলশনেই সন্ত্রাস শেষ নয়, আরও জঙ্গিহানা হতে পারে বাংলাদেশে। তাই মানুষকে প্রতিজ্ঞা করতে হবে, বাংলাদেশের মাটিতে জঙ্গিদের কোনওরকম জায়গা দেওয়া হবে না। যা দেশের শান্তি ও নিরাপত্তাকে ধ্বংস করে এমন কিছু কাম্য নয়। ইসলামের বদনাম কোনওমতেই মেনে নেওয়া হবে না।
হাসিনা বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের পথে হাঁটছে, তখন এক শ্রেণির মানুষ চেষ্টা করছে, কীভাবে দেশকে সন্ত্রাসের অন্ধকারে ঠেলে দেওয়া যায়। তাই সন্ত্রাসকে হার মানাতে সকলকে একজোট হতে হবে। রাজনৈতিক দলগুলিকেও এ ব্যাপারে এক জোট হওয়ার অনুরোধ করেন তিনি।
বিএনপি- জামাত জোটের নাম করে হাসিনার বক্তব্য, অগণিত নিরপরাধকে যারা অকারণে কুপিয়ে খুন করে, তাদের শুভ বুদ্ধির উদয় হবে, আশা করার কারণ নেই। জঙ্গিদের পাশে নিয়ে একই কাজ চালিয়ে যাবে তারা। তাই একমাত্র উপায়, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। তাই ছেলেমেয়েদের মধ্যে জঙ্গি মতবাদ জায়গা পাচ্ছে কিনা, সেদিকে নজর রাখতে সাধারণ মানুষ ও শিক্ষকশিক্ষিকাদের আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশে আরও জঙ্গি হামলা হতে পারে, আশঙ্কা শেখ হাসিনার
ABP Ananda, web desk
Updated at:
14 Jul 2016 06:03 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -