ঢাকা: গুলশনের রেস্তোরাঁয় হামলাকারী জঙ্গিদের চুল ও রক্তের নমুনা মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের হাতে তুলে দিল বাংলাদেশ। ডেপুটি পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেছেন, পাঁচজন বন্দুকবাজ ও তাদের সন্দেহভাজন সঙ্গীর চুল ও রক্তের নমুনা পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে এফবিআইকে।

 

প্রসঙ্গত, গত ১ জুলাইয়ের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরই মার্কিন বিদেশসচিব জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তদন্তে এফবিআই সমেত মার্কিন সংস্থাগুলির সহায়তার আশ্বাস দেন।

 

‘ঢাকা ট্রিবিউন’-এর খবর, গত বুধবারই ডাক্তাররা সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের দেহ থেকে রক্তের নমুনা, চুল সংগ্রহ করেন। তারা গুলশনের রেস্তোরাঁয় হামলা চালানোর সময় মাদকে আচ্ছন্ন ছিল কিনা, তা পরীক্ষা করে দেখাই ছিল এর উদ্দেশ্য। কিন্তু আবারও ওদের চুল ও ২০ মিলিলিটার রক্ত সংগ্রহ করতে বলা হয় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিনের সহকারী প্রফেসর সোহেইল মাহমুদ।

 

সুপার  সোলজার তৈরির জন্য ইসলামিক স্টেট গোষ্ঠী ‘ক্যাপ্টাগন’ নামক অ্যামফেটামাইন থেকে বানানো যে ওষুধ দলের লোকজনকে খাওয়ায়, ওদেরও কি তা দেওয়া হয়েছিল যাতে ঢাকার কাফেতে হামলার সময় ওদের মধ্যে অতিরিক্ত হিংস্রতা তৈরি হয়, মিডিয়ায় ছড়ানো এমন জল্পনার মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক দল চুল, রক্তের নমুনা সংগ্রহ করে।

 

প্রসঙ্গত, কাফের হামলাকারীরা প্রায় সকলেরই বয়স ছিল কুড়ির কোঠায়।  সেখানে তারা এক ভারতীয় মেয়ে সহ ২২ জন পণবন্দিকে হত্যা করে। নিহত হন দুজন পুলিশ অফিসারও। ইসলামিক স্টেট হামলার দায় নিলেও তা খারিজ করে এর পিছনে জামাতুল মুজাহিদিনের মতো দেশীয় জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করে বাংলাদেশ সরকার।