ওয়াশিংটন: আপনি কি বন্ধ্যাত্ব নিয়ে চিন্তিত? আপনি শুক্রাণু পরীক্ষা করাতে চান, অথচ লোকলজ্জার ভয়ে চিকিৎসকের কাছে যেতে পারছেন না?
চিন্তা নেই! খুব শীঘ্রই নিজের শুক্রাণুর ‘ক্ষমতা’ যাচাই করার জন্য কোনও ক্লিনিক্যাল ল্যাবে ছুটতে হবে না। নিজের ঘরে নিভৃতে স্মার্টফোনেই তা পরখ করতে পারবেন! অবাক শুনতে হলেও, এমনটাই দাবি করেছেন এক জাপানি গবেষক।
শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ইয়োশিতোমো কবোরির দাবি, তিনি এমন একটি লেন্স আবিষ্কার করেছেন, যা স্মার্টফোনকে মাইক্রোস্কোপে পরিণত করবে! সেই স্মার্টফোনে একটি বিশেষ অ্যাপ (অ্যাপলিকেশন)-এর মাধ্যমে যে কোনও পুরুষ নিজের শুক্রাণুর প্রজনন ক্ষমতা পরখ করতে পারবেন।
কবোরি বলেন, ওই লেন্সের মধ্যে একটি ক্ষুদ্র মাইক্রোস্কোপ লাগানো থাকবে। যা যে কেনও ছবিকে প্রায় ৫৫৫ গুণ বাড়িয়ে দেবে। ফলে, শুক্রাণুর গঠন ও তার স্বাস্থ্য স্পষ্টভাবেই ধরা পড়বে। জানা গিয়েছে, ওই বিশেষ লেন্সটির দাম পড়বে মাত্র ৭ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫০ টাকা)।
কবোরি জানান, লেন্সটি আই-ফোনের জন্য নয়। কিন্তু তাকে আই-ফোনে জুড়ে তিনি একটি আই-ফোন মাইক্রোস্কোপ তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। একইসঙ্গে চলছে অ্যাপের কাজও। এই দুটি যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন যে কোনও পুরুষ নিজের বাড়িতে বসেই নিজের নিজের শুক্রাণুর শক্তি-পরীক্ষা করতে পারবেন।
তখন আর লোকলজ্জার ভয়ও থাকবে না!
যেতে হবে না ল্যাব, ঘরে বসে স্মার্টফোনেই শুক্রাণু-পরীক্ষা!
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jul 2016 12:15 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -