চট্টগ্রাম: পড়ানোর সময় অশ্লীল মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করল কয়েকজন ছাত্র। অন্যান্য ছাত্ররা এবং পুলিশ এসে পড়ায় ওই অধ্যাপক রক্ষা পান। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় পুলিশ প্রধান প্রণব কুমার চৌধুরী জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া জানিয়েছেন, কিছুদিন আগে কয়েকজন ছাত্র অভিযোগ করেন, মাসুদ মাহমুদ নামে ওই অধ্যাপক পড়ানোর সময় ‘অসংলগ্ন’ ও ‘যৌনতাপূর্ণ’ মন্তব্য করেন। এর ফলে তাঁরা অস্বস্তিবোধ করছেন। এ বছরের এপ্রিলে কয়েকজন ছাত্র আবার বাংলাদেশের উপ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর কাছে মাসুদের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে কোনও প্রমাণ পায়নি। এরপর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আক্রান্ত হলেন ওই অধ্যাপক।
আক্রান্ত অধ্যাপক জানিয়েছেন, ‘আমি পড়ানোর সময় কোনওদিন অশ্লীল মন্তব্য করিনি। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। ঘটনার সময় আমি নিজের দফতরে ছিলাম। হঠাৎ কয়েকজন অবাধ্য ছাত্র এসে আমাকে টেনে বার করে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে মারার জন্য শরীরে কেরোসিন ঢেলে দেয়।’চট্টগ্রাম শিক্ষক সংগঠনের সভাপতি জাকির হোসেন বলেছেন, ‘আমরা এই ঘটনায় অত্যন্ত বিচলিত। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘অশ্লীল’ মন্তব্যের অভিযোগ, চট্টগ্রামে অধ্যাপকের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেফতার ছাত্র
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jul 2019 06:57 PM (IST)
আক্রান্ত অধ্যাপক জানিয়েছেন, আমি পড়ানোর সময় কোনওদিন অশ্লীল মন্তব্য করিনি। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -