ঢাকা: দুর্নীতির মামলার তদন্ত ফের শুরু করার বিষয়ে খালেদা জিয়ার আর্জি খারিজ করে দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে বিপাকে পড়ে গিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।


দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, জিয়া অনাথ আশ্রম দুর্নীতি মামলার তদন্ত নতুন করে শুরু করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ খালেদার আইনজীবী প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ জে মহম্মদ আলি। কিন্তু প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সেই আর্জি খারিজ করে দিয়েছেন। ফলে খালেদার বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা চালিয়ে যেতে আর কোনও বাধা থাকল না।

২০০৮ সালে খালেদা, তাঁর বড় ছেলে তারিক রহমান ও অন্যান্য চার জনের বিরুদ্ধে বিদেশি ব্যাঙ্কের মাধ্যমে জিয়া অনাথ আশ্রমের জন্য পাওয়া ২.১০ কোটি টাকা তছরূপের অভিযোগ ওঠে। ২০১১ সালে দুর্নীতি দমন শাখা খালেদা সহ চার জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ফান্ডের ৩.১৫ কোটি টাকা তছরূপের অভিযোগ দায়ের করে। সেই মামলারই শুনানি চলছে আদালতে।