ঢাকা: এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর বাংলাদেশে খুলছে স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতির উন্নতির জেরে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকা সহ দেশের একাধিক জায়গায় কোভিড বিধি মেনে খোলা হচ্ছে স্কুল। ক্লাসরুমে শারীরিক দূরত্ববিধি মানা সহ মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
গত বছর মার্চ মাসে করোনা সংক্রমণ দেখা দিতেই বাংলাদেশের সব স্কুল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠানও। রবিবার রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে যান দেশের শিক্ষামন্ত্রী দীপু মণি। কোভিড-১৯ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি আগে বলেছিলেন যে শুধুমাত্র বোর্ড পরীক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে উপস্থিত হতে পারবে। একইসঙ্গে তিনি জানান, অন্যান্য ক্লাসের ছাত্ররা প্রতি সপ্তাহে দুদিন ক্লাসে উপস্থিত পারবে।
ধীরে ধীরে বাংলাদেশে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। আর তাই এবার শ্রেণীকক্ষের পঠনপাঠন শুরু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গতকাল দেশের সরকার জানায় , দেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তাই যাবতীয় করোনা বিধি মেনে খোলা হবে স্কুল। এর আগে সরকার জানায়, ১৫ অক্টোবরের পর খুলে দেওয়া হবে সব বিশ্ববিদ্যালয়।
গত বছর মার্চ মাসে বাংলাদেশের সব প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে মারণ ভাইরাসের। আর তার জেরে এখনও পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লক্ষ ৪১৩ জন। মৃতের সংখ্যা ২৬ হাজার ৯৩১। বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিস জানিয়েছে, রবিবার দেশে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৭১। একদিনে মৃত্যু হয়েছে ৫১ জনের। এর আগে ২৮ জুলাই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ। একদিনে আক্রান্ত হন ১৬ হাজার ২৩০ জন। এরপর মৃতের সংখ্যা বেশি ছিল ৫ এবং ১০ অগাস্ট। একদিনে মৃত্যু হয় ২৬৪ জনের।
আরও পড়ুন: Covid-19 Vaccine : করোনার টিকা না নিলে মৃত্যুর সম্ভাবনা ১০ গুণ বেশি, বলছে আমেরিকার গবেষণা