ঢাকা: বাংলাদেশ পুলিশের জালে স্বঘোষিত 'সুলতান অফ সেক্স'। মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ক্যামেরাবন্দী করে তাঁদের ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। অনেক মহিলাই তাঁর ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ। বাংলাদেশ পুলিশের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
গত বুধবার ঢাকাতে পুলিশ ফুয়াদ বিন সুলতানের বাড়িতে হানা দিয়ে একটি ল্যাপটপ, কিছু বিশেষ ধরনের ওষুধ ও পর্নোগ্রাফিক ভিডিও বাজেয়াপ্ত করেছে।
সুলতান একজন পুরুষ এসকর্ট বলে অভিযোগ। সে অনলাইনে ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করত। এরপর তাদের নিজের বাড়িতে নিয়ে আসত।
বাংলাদেশ এলিট পুলিশ শাখার মুখপাত্র ইশ্তিয়াকিউ আহমেদ বলেছেন, অন্তরঙ্গ মুহুর্ত ক্যামেরাবন্দী করে সুলতান তার শিকারদের অর্থ চেয়ে ব্ল্যাকমেল করত। তার শিকারদের বেশিরভাগই বিবাহিতা মহিলা। সুলতানের ল্যাপটপে ১৫০ জনের বেশি জনের ভিডিও পাওয়া গিয়েছে বলে আহমেদ জানিয়েছেন।
আদতে জমি-বাড়ির কারবারী সুলতান অনলাইনে সুপারহিরোর মুখোশ পরে একটি অশ্লীল লাইভ স্ট্রিমিংও চালাত।
আহমেদ বলেছেন, পুলিশের জেরায় সুলতান বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছে। নিজেকে সে 'সুলতান অফ সেক্স' বলেও দাবি করেছে।
সুলতানের দাবি, সবকিছু জেনেও মহিলারা তাঁর কাছে স্বেচ্ছায় আসতেন।
বাংলাদেশে পর্নোগ্রাফি বেআইনি। সুলতানের বিরুদ্ধে পর্নোগ্রাফি-দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অপরাধ প্রধান হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে তার।
গত বছর বাংলাদেশ কর্তৃপক্ষ প্রায় ৬০০ টি পর্নোগ্রাফিক ওয়েবসাইট ব্লক করেছিল।
মহিলাদের ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে বাংলাদেশে গ্রেফতার ‘এসকর্ট’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Aug 2017 10:09 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -