মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সদস্য কমলা হ্যারিস, নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা সদস্য প্রমীলা জয়পাল, রাজা কৃষ্ণমূর্তি, অমি বেরা ও রো খান্না শপথ গ্রহণ করেছেন।
কমলার মা ভারতীয় হলেও, তাঁর বাবা জামাইকার আদি বাসিন্দা ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বামী ডুগ এমহফ, বোন মায়া হ্যারিস সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এসেছিলেন কমলা।
অ্যামি টানা তিন বার কংগ্রেসের সদস্য হলেন। ৬০ বছর আগে মার্কিন কংগ্রেসের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সদস্য দলীপ সিংহ সৌন্ধও টানা তিনবার সদস্য হয়েছিলেন। সেই নজির স্পর্শ করলেন অ্যামি।
তবে গীতায় হাত রেখে শপথ গ্রহণ করে আলাদাভাবে নজর কেড়ে নিলেন কৃষ্ণমূর্তি। তুলসি গাবার্ডের পর তিনিই দ্বিতীয় সদস্য হিসেবে গীতায় হাত রেখে শপথ নিলেন।