প্রসঙ্গত, গত ১৩ অগাস্ট ভার্জিনিয়ার শার্লটভিলাতে সাদা চামড়ার অগ্রাধিকার নিয়ে একটি প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। সেই মিছিলকে কেন্দ্র করেই হিংসা ছড়ায়, একজন প্রতিবাদীর মৃত্যু পর্যন্ত হয়। এরপরই পরপর তিনটি টুইট করেন ওবামা।
প্রথম টুইটে ওবামা লেখেন, কোনও মানুষই জন্মের সময় অপর একজন মানুষকে চামড়ার রঙ, বর্ণ এবং ধর্মের ভিত্তিতে ঘৃণা করে না, সঙ্গে একটি ছবিটি পোস্ট করেন, যেখানে কয়েকজন শিশু সাদা ও কয়েকজন কালো চামড়ার ।
প্রসঙ্গত, এই টুইটটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম থেকে নেওয়া অন্যতম বিখ্যাত ডায়লগ।
টুইটের ছবিটি তোলা হয়েছিল ২০১১ সালে। একটি ডে-কেয়ারে গিয়েছিলেন ওবামা। সেসময় হোয়াইট হাউসের ফটোগ্রাফার পিট সুজা ছবিটি তুলেছিলেন। ছবিটির বৈশিষ্ট, সেখানে ওবামা চার শিশুর মুখের দিকে তাকিয়ে হাসছেন। তারা চারজনই চারটি ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। শুধু তিন মিলিয়নের কাছে টুইটটি লাইকই পায়নি, ১.২ মিলিয়ন বার মতো রিটুইটও করা হয়েছে।
এছাড়া আরও দুটি টুইট করেন ওবামা।