দেখুন ভিডিও: সদ্যোজাতকে প্ল্যাস্টিকে মুড়ে কুরিয়ারে অনাথ আশ্রমে পাঠাল তরুণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Aug 2017 07:03 PM (IST)
ফাইল ছবি
কলকাতা: সদ্যোজাত সন্তানকে ফেলে দেওয়া নতুন খবর নয়। সামাজিক লজ্জা বা অন্য কোনও কারণে এমন জঘন্য কাজের নজির অনেক রয়েছে। আস্তাকুঁড়ে সদ্যোজাতকে ফেলে আসার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। কিন্তু এবার চিনে যা ঘটল তা অত্যন্ত নৃশংস বলেও কম বলা হয়। সদ্যোজাত কন্যাকে প্ল্যাস্টিকে মুড়ে একটি অনাথআশ্রমে কুরিয়ার করে পাঠাল অজ্ঞাতপরিচয় এক তরুণী। ওই প্যাকেটটি নিয়ে ফিঝৌউয়ের একটি শিশুকল্যাণ সংস্থায় যাচ্ছিলেন কুরিয়ার সংস্থার কর্মী। পথে যেতে যেতেই তিনি একটা শিশুর কান্না শুনতে পান। প্রথমটা ঠিক ঠাওর করতে পারেননি তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝলেন কান্নার আওয়াজ আসছে তাঁর কাছে থাকে পার্সেল থেকেই। ২৪ বছরের এক তরুণী ওই ক্যুরিয়র কর্মীর হাতে পার্সেলটি তুলে দিয়েছিলেন। পার্সেলটি খুলে তিনি দেখলেন, প্ল্যাস্টিকের মোড়কের মধ্যে রয়েছে একটি শিশু। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। কর্তপক্ষ ঘটনাটির তদন্ত করে দেখছে। শিশুটির বয়স মাত্র কয়েকদিন। তাকে একটি হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।