ঢাকা: বাংলাদেশের মৌলবীবাজারে আর এক জঙ্গি ঘাঁটিতে হামলা চালাল পুলিশ। গতকালই এই এলাকায় পুলিশ হানা দিলে এক পরিবারের ৮ সদস্য নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দেয়।


সিলেটের শিববাড়িতে জঙ্গিঘাঁটি ধ্বংসের পর একের পর এক জঙ্গি ঠিকানায় হানা দিয়ে চলেছে শেখ হাসিনা সরকার। মৌলবীবাজারের দ্বিতীয় একটি ঠিকানায় আজ হামলা চালিয়েছে তারা। গোটা এলাকা থেকে মুহূর্মুহূ গুলি ও বিস্ফোরণের শব্দ আসছে।

পুলিশ এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন হিট ব্যাক। আত্মসমর্পণ করতে বলার পরেও জঙ্গিরা তাতে সাড়া না দেওয়ায় এবার ঘাঁটি থেকে তাদের বার করে আনছে তারা। গতকাল তারা টার্গেট করে ইসলামিক স্টেটের অনুগামী নিও-জেএমবি গোষ্ঠীকে।

এই নিও-জেএমবি-ই ১ জুলাইয়ের ঢাকা সন্ত্রাস ঘটায়, যাতে ১ ভারতীয় সহ ২২জনের মৃত্যু হয়।

২দিন আগে সিলেটে সেনা ও পুলিশি অভিযানে খতম হয় নিও-জেএমবির চাঁই মুসা সহ ৩ জঙ্গি। ওই অভিযানেই প্রাণ হারিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের গোয়েন্দা প্রধান ছিলেন তিনি। অভিযান চলাকালীন বিস্ফোরণে আজাদ গুরুতর জখম হন। ঢাকার সেনা হাসপাতালে আজ মৃত্য়ু হয় তাঁর।