ঢাকা: বাংলাদেশের মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরে একটি বাড়িতে দু দিন ধরে চলা জঙ্গি-পুলিশ লড়াই শেষ হল। ওই বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। দু দিন ধরে লড়াই চলার পর আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই বিস্ফোরণে একই পরিবারের আট জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুরাও আছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। ফলে মোট কত জন জঙ্গি ওই বাড়িতে লুকিয়েছিল, সেটা নিশ্চিতভাবে বলতে পারছে না পুলিশ।
সন্ত্রাস দমন শাখার প্রধান মণিরুল ইসলাম বলেছেন, জঙ্গিরা আত্মসমর্পণ করতে রাজি না হওয়ায় আজ তাঁরা ‘অপারেশন হিট ব্যাক’ শুরু করেন। ড্রোন ক্যামেরায় দেখা যায়, পালাতে না পেরে গোটা পরিবার আত্মহত্যা করেছে। এরপরেই তাঁরা ওই বাড়ির ভিতরে ঢোকেন। প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, ওই বাড়িতে বিস্ফোরণে সাত-আট জনের মৃত্যু হয়েছে। তবে ফরেন্সিক তদন্তের পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। অন্য একটি জঙ্গিঘাঁটি ঘিরে রেখেছে র্যাব ও পুলিশের বিশেষ দল।
মৌলভীবাজারের এই জঙ্গিঘাঁটির বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়িতে দুই দম্পতি এবং পাঁচটি শিশু থাকত। বাচ্চাগুলির বয়স ছিল এক থেকে সাতের মধ্যে। ওই দুই দম্পতি প্রতিবেশীদের সঙ্গে মিশতেন না এবং বাচ্চাদেরও কথা বলতে দিতেন না। তাঁদের জীবনযাত্রা ছিল গোপনীয়তায় ভরা।
মৌলভীবাজারে জঙ্গিঘাঁটিতে পুলিশি অভিযান, আত্মঘাতী বিস্ফোরণে হত একই পরিবারের ৮
Web Desk, ABP Ananda
Updated at:
30 Mar 2017 08:34 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -