ঢাকা: বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ত্রাণ পাঠালো ভারত। মায়ানমারে জাতিগত হিংসার ফলে সে দেশ থেকে দলে দলে বাংলাদেশে পালিয়ে আসছেন রোহিঙ্গারা। এদিন শরণার্থীদের জন্য ৬২ হাজার খাবারের প্যাকেট সহ পাঠানো ত্রাণসামগ্রী চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের কর্তৃপক্ষর হাতে তুলে দিলেন সে দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

এই 'চরম মানবিক সংকটে'র পরিস্থিতি সফলভাবে সামলানোর জন্য শ্রিংলা বাংলাদেশের প্রশংসা করেছেন।

তিনি আরও বলেছেন, ‘মায়ানমারে সুবিচার ও শান্তি নিশ্চিত করতে’ গঠনমূলক সমাধানে পৌঁছতে ‘বহুমুখী ও দ্বিপাক্ষিক পর্যায়ে’ কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

ভারতীয় হাইকমিশনের এক আধিকারিক জানিয়েছেন, নৌ জাহাজ গোরিয়ালে করে 'অপারেশন ইনসানিয়ত্'-এর অঙ্গ হিসেবে এই ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এদিন চিন থেকেও ৫৩.৫০ টনের ত্রানসামগ্রী এসে পৌঁছেছে।  চিন সরকার গতকালও ৫৭ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছিল।

এর আগে গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর ভারত দুটি মালবাহী বিমানে করে চট্টগ্রামে ১০৭ টন ত্রানসামগ্রী পাঠিয়েছিল।