বখতওয়ার 'এথরাম-ই-রমজান' অর্ডিন্যান্সকে তীব্র বিদ্রুপ করেছেন। এই অর্ডিন্যান্সে রমজানে প্রকাশ্যে খাবার খেলে তিনমাসের কারাদণ্ডের সংস্থান রয়েছে।পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র চেয়ারম্যান বিলওলাল ভুট্টোর বোনের কটাক্ষ, সন্ত্রাসবাদী হওয়ার জন্য বা মালালা ইউসুফঝাইয়ের মতো স্কুলছাত্রীদের খুনের চেষ্টা যারা করছে, তাদের শাস্তি হচ্ছে না বা জেলে ভরা হচ্ছে না, অথচ রমজানে জল পান করলেও কাউকে জেলে পোরা হবে।
গত সপ্তাহে ১৯৮১-র জিয়া-উল-হক জমানার ওই অর্ডিন্যান্সের সংশোধন পাক সেনেটে অনুমোদিত হয়েছে। শাস্তি হিসেবে আর্থিক জরিমানার পরিমাণও বাড়ানো হয়েছে। রমজানের সময় প্রকাশ্যে খেলে বা ধূমপান করলে জেল ও জরিমানার সংস্থান রয়েছে অর্ডিন্যান্সে। সংশোধিত অর্ডিন্যান্সে জরিমানার পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে।