লন্ডন: এবার সন্দেহজনক সাইবার হানার কবলে ইংল্যান্ডের একাধিক হাসপাতাল।


খবরে প্রকাশ, শুক্রবার ব্রিটেনের হাসপাতালগুলিতে একযোগে আইটি (তথ্যপ্রযুক্তি) ফেলিওর ঘটে। জানা গিয়েছে, দেশের একাধিক শহরে একসঙ্গে সব হাসপাতালের আইটি সেল অকেজো হয়ে পড়ে।


লন্ডন, ব্ল্যাকবার্ন, নটিংহাম, কামব্রিয়া এবং হার্টফোর্ডশায়ারের হাসপাতাল ও ট্রাস্টগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।


এই ঘটনায় হাসপাতালগুলির ফোন ও কম্পিউটার পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। ফলে, প্রভাব পড়েছে স্বাস্থ্য পরিষেবায়। অনেক জায়গায় অস্ত্রোপচারও বন্ধ রাখতে হয়েছে।


গুরুতর অসুস্থ রোগীদের আক্রান্ত হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একইসঙ্গে, সকল অ্যাম্বুলেন্সকে নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালে ফিরতে, যাতে আশঙ্কাজনক রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা যায়।


ব্রিটেনের হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের তরফে জানানো হয়েছে, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। খতিয়ে দেখছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সিও।