দ্য হেগ (নেগারল্যান্ডস): রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে সাড়া দিয়ে পাঁচ দিনের নেদারল্যান্ডস সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ ও ২৩ জুন রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস ডে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। জনকল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে রাজ্যে কীভাবে সামাজিক পরিবর্তন এনেছে, সেখানে সেই কাহিনি শোনাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তার আগে বুধবার হেগ-এর ম্যারিয়ট হোটেলে বসছে রাজ্য শিল্প সম্মেলন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র, শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব। থাকবেন এস কে মিত্তল, হর্ষ নেওয়াটি, তরুণ ঝুনঝুনওয়ালা, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের মতো রাজ্যের বহু শিল্পপতি।
অন্যদিকে, ফিকির ভারতীয় প্রতিনিধি, অ্যাসোচেমে ইউরোপীয় প্রতিনিধিদের পাশাপাশি শিল্প সম্মেলনে যোগ দেবেন নেদারল্যান্ডস-এর সব ছেয়ে বড় বণিসকসভা ভিয়েনো-র চেয়ারম্যান হ্যান্স ডি ই বোর ও প্রতিনিধিরা।
শিল্প সম্মেলনের মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে এবং বিনিয়োগ করলে বিদেশি শিল্পপতিরা কী কী সুবিধা পেতে পারেন, সে কথাই সম্মেলনে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী।