হরমোন গর্ভনিরোধক স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, হুঁশিয়ারি গবেষকদের
Web Desk, ABP Ananda | 08 Dec 2017 04:42 PM (IST)
লন্ডন: যে মহিলারা জন্ম নিয়ন্ত্রণের বড়ি সহ বিভিন্ন ধরনের হরমোন গর্ভনিরোধক ব্যবহার করেন, তাঁদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে বেশি। একটি গবেষণায় এমনই দাবি করা হয়েছে। ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১০ বছরেরও বেশি সময় ধরে ১৫ থেকে ৪৯ বছর বয়সি ১৮ লক্ষ মহিলার উপর গবেষণা চালিয়েছেন। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানেই গর্ভনিরোধক ব্যবহারের ফলে স্তন ক্যান্সারের আশঙ্কার কথা জানানো হয়েছে। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, যে মহিলারা পাঁচ বছর বা তার বেশি সময় ধরে হরমোন গর্ভনিরোধক ব্যবহার করে চলেছেন, তাঁদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এই ধরনের মহিলাদের ক্ষেত্রে প্রতি এক লক্ষ জনের মধ্যে ১৩ জনের ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে।