লন্ডন: কুমড়ো, লাউ, তরমুজ, শশার মতো তেতো সবজি নিয়মিত খাওয়ার ফলে দুই মহিলার চুল পড়ে যাচ্ছে। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ফ্রান্সে। একটি সাময়িক পত্রে এই ঘটনা প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা এই ঘটনাকে ‘টক্সিক স্কোয়াশ সিনড্রোম’ বলে চিহ্নিত করেছেন। প্যারিসের সেন্ট-লুইস হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ফিলিপ অ্যাসুলি জানিয়েছেন, এই দুই মহিলার ঘটনা বিরল হলেও, এর আগে লাউজাতীয় সবজি খাওয়ার ফলে বিষক্রিয়ার ঘটনার কথা শোনা গিয়েছে। তবে এই প্রথম তেতো সবজি খাওয়ার ফলে চুল পড়ে যাওয়ার কথা জানা গেল।
যে দুই মহিলার চুল পড়ে যাচ্ছে, তাঁদের মধ্যে একজন জানিয়েছেন, একদিন তেতো কুমড়োর স্যুপ খাওয়ার পরে তাঁদের পরিবারের সবার বিষক্রিয়া হয়। সবারই বমি ও পেটের গোলমাল হয়। তবে অন্য কারও চুল পড়েনি। এক সপ্তাহের মধ্যে শুধু তাঁরই বেশিরভাগ চুল পড়ে যায়।
অন্য এক মহিলা জানিয়েছেন, পরিবারের সবাই লাউ খেলেও, একমাত্র তাঁরই বমি হয়। এর তিন সপ্তাহের মধ্যেই তাঁর মাথা ও শরীরের বেশিরভাগ অংশের চুল পড়ে যায়।
ফ্রান্সে তেতো সবজি খেয়ে দুই মহিলার চুল পড়ে যাচ্ছে!
Web Desk, ABP Ananda
Updated at:
29 Mar 2018 05:06 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -