টোকিও: চিকিৎসকদের পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে তোলার দায়িত্ব থাকে নার্সদের উপরেও। কিন্তু জাপানে এক নার্সই ঘাতকের ভূমিকা নিলেন। তিনি চাননি তাঁর কাজের সময় কোনও রোগীর মৃত্যু হয়। তাই অন্য এক নার্স কর্তব্যরত থাকা অবস্থায় যাতে মৃত্যু হয়, সেটা নিশ্চিত করার জন্য ২০ জন অসুস্থ ব্যক্তিকে বিষ ইঞ্জেকশন দেন আয়ুমি কুবোকি নামে ওই মহিলা। সবারই মৃত্যু হয়। খুনের অভিযোগে এই নার্সকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, মৃতরা সবাই গুরুতর অসুস্থ ছিলেন। যদিও এই দাবি মানতে নারাজ পুলিশ।
জাপানের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি ২০১৬ সালে টোকিওর কাছে ওগুচি হাসপাতালের। সেখানে কোনও রোগীর মৃত্যু হলে কর্তব্যরত নার্সকেই সেই খবর জানাতে হয় মৃত ব্যক্তির আত্মীয়দের। এই ঝক্কি এড়ানোর লক্ষ্যেই বয়স্ক রোগীদের স্যালাইনে অ্যান্টিসেপটিক দেন ওই নার্স। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মৃত্যু হয়। অন্য এক নার্স প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। এরপর এক মৃত ব্যক্তির রক্ত পরীক্ষা করে অ্যান্টিসেপটিক মেলে। ময়নাতদন্তে মৃতদের সবার দেহেই অ্যান্টিসেপটিক পাওয়া যায়। তাঁদের সবার স্যালাইনের টিউবেই ফুটো দেখা যায়। ফলে খুনের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। সেই সময় যাঁরা কর্তব্যরত অবস্থায় ছিলেন, তাঁদের মধ্যে একমাত্র আয়ুমির পোশাকেই অ্যান্টিসেপটিক পাওয়া যায়। জেরার মুখে অপরাধ স্বীকার করার পর গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে এই নার্সকে।
নিজের কাজের সময় মৃত্যু চাননি, ২০ জন রোগীকে বিষ ইঞ্জেকশন দিয়ে হত্যা জাপানের এক নার্সের!
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jul 2018 06:53 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -