২০১১ সালে এভাকু ট্রাস্ট প্রপার্টি বোর্ডের তৎকালীন চেয়ারম্যান সৈয়দ আসিফ আখতার হাশমির বিরুদ্ধে বেআইনিভাবে গুরুদ্বারার জমি বিক্রির অভিযোগে মামলা দায়ের করেন গুলাব। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দেয়, হাশমি বেআইনিভাবে গুরুদ্বারার জমি বিক্রি করেছিলেন। এভাকু ট্রাস্ট প্রপার্টি বোর্ড অবশ্য এখনও দাবি করছে, গুরুদ্বারা জানুম আস্থান বেবে নানাকি ডেরা চাহিলের লঙ্গর হল দখল করে রেখেছেন গুলাব। গতকাল সেখান থেকেই পুলিশের সাহায্যে গুলাবকে সপরিবারে উচ্ছেদ করা হয়। শিখ সম্প্রদায়ের লোকজন গুলাবের পাশে দাঁড়ালেও, কারও আর্জিতে কান দেয়নি এভাকু ট্রাস্ট প্রপার্টি বোর্ড।
এদিকে, এই ঘটনার প্রতিবাদে পঞ্জাবের অমৃতসরে বিক্ষোভ দেখিয়েছেন শিখ সম্প্রদায়ের লোকজন। তাঁদের দাবি, গুলাবকে তাঁর বাড়ি থেকে উচ্ছেদ করতে হলেও নিয়ম মানা উচিত ছিল। কোনও ধর্মবিশ্বাসের প্রতি অশ্রদ্ধা থাকা উচিত নয়। পাকিস্তান যদি শিখদের সেদেশে রাখতে না চায়, তাহলে তাঁদের ভারতে নিয়ে আসা উচিত।