কোয়েট্টা:  পাকিস্তানের বালোচিস্তানে বিস্ফোরণ। কোয়েট্টায় হাসপাতালে বিস্ফোরণে মৃত অন্তত ৩০। জখম ২০। মৃতদের মধ্যে অধিকাংশই আইনজীবী। রয়েছেন সাংবাদিকরাও। নাশকতার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।