নেপালের বিরাটনগরে ভারতীয় দূতাবাসের বাইরে ফাটল বোমা, হতাহতের খবর নেই
ABP Ananda, Web Desk | 17 Apr 2018 11:21 AM (IST)
বিরাটনগর: নেপালের বিরাটনগরে ভারতীয় বাণিজ্যিক দূতাবাসের বাইরে বিস্ফোরণ। কেউ মারা না গেলেও এতে দূতাবাসের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল রাতে ঘটেছে এই ঘটনা। নেপাল পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ হয়েছে দূতাবাসের পিছনে একটি খোলা জায়গায়। কীভাবে তা ঘটল তা জানতে তদন্ত চলছে। তবে পুলিশ মনে করছে, স্থানীয় কোনও রাজনৈতিক দলের এই ঘটনায় হাত রয়েছে। বিস্ফোরণের পর বাড়ানো হয়েছে দূতাবাস ও আশপাশের নিরাপত্তা। বিহার সীমান্ত থেকে মোটে ৬ কিলোমিটার উত্তরে এই বিরাটনগর শহর। বিহার ও নেপালে বন্যার জেরে তৈরি হয় এখানকার অস্থায়ী ভারতীয় দূতাবাস। মূলত বন্যাত্রাণের কাজ করেন এই দূতাবাস কর্মীরা।