নিউজিল্যান্ড:  নিউজিল্যান্ডের ক্যুইন্সটাউন বিমানবন্দরে বোমাতঙ্ক। বিমানবন্দর খালি করে তল্লাশি পুলিশ ও বম্ব স্কোয়াডের। সংবাদমাধ্যম সূত্রে খবর, সিডনি থেকে কান্টাস এয়ারলাইন্সের QF121 নামে একটি বিমান অবতরণের পর, বিমানে সাফাইয়ের কাজ চলছিল। সেসময় বিমানের মধ্যে একটি চিরকুট পড়ে থাকতে দেখেন এক সাফাইকর্মী। বিমানে বোমা রাখা আছে বলে লেখা ছিল চিরকুটে। এরপরই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় বিমানবন্দর। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।