কাবুল: মিছিল চলছিল বিদ্যুতের দাবিতে। আর তখনই বিস্ফোরণ। মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ল একের পর এক দেহ, রক্তে ভেসে গেল আফগানিস্তানের রাজধানী কাবুল।
আফগানিস্তানের শিয়া হাজারা সম্প্রদায় দীর্ঘদিন ধরে অত্যাচারিত। বামিয়ান এলাকায় থাকেন এঁরা, মারাত্মকরকম পিছিয়ে থাকা এই এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। উল্টে আছে তালিবানের দৌরাত্ম্য। এঁদের দাবি ছিল, বহু মিলিয়ন ডলারের একটি বিদ্যুৎ প্রকল্পের পাওয়ারলাইন তাঁদের এলাকা দিয়ে পাঠাতে হবে, যাতে তাঁরা বিদ্যুতের মুখ দেখেন। ৫০০ কিলোভোল্টের ওই টুটাপ পাওয়ার লাইন মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানের সঙ্গে বিদ্যুতের অভাবে ভুগতে থাকা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংযোগ ঘটাবে।
ওই লাইন বামিয়ান হয়ে যাওয়ার কথা থাকলেও আফগানিস্তান সরকার তা বামিয়ানের বদলে উত্তর কাবুলের পাহাড়ি সালাং পাশ দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যুক্তি দেখায়, এর ফলে রাস্তা কম হওয়ায় প্রকল্পের কাজ যেমন দ্রুত হবে, তেমনই বাঁচবে কয়েক মিলিয়ন ডলার। কিন্তু হাজারারা তা মানতে রাজি হননি। বিদ্যুতের দাবিতে কাবুলে এসে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। আর সেই মিছিলেই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। হতাহতদের নিয়ে যাওয়া হয়েছে কাবুল হাসপাতালে।
কারা এই বিস্ফোরণ ঘটাল পরিষ্কার নয়। তবে গরম পড়লেই আফগানিস্তানে তালিবানের দৌরাত্ম্য বাড়ে। তাই মনে করা হচ্ছে, তারাই এই ঘটনায় যুক্ত। বিক্ষোভকারীরা যাতে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে যেতে না পারেন, তাই প্রশাসন রাতারাতি প্রচুর মালপত্র ফেলে রাস্তা আটকে দিয়েছিল। সে সব সরিয়ে হতাহতদের কাছে পৌঁছতে অ্যাম্বুলেন্সগুলির নাজেহাল অবস্থা হয়।
কাবুলে সংখ্যালঘুদের মিছিলে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৮০
ABP Ananda, Web Desk
Updated at:
23 Jul 2016 11:55 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -